huatong
huatong
avatar

Jodi Tumi Jante

Minar Rahmanhuatong
pink_desier28huatong
الكلمات
التسجيلات
যদি তুমি জানতে,

কতটা প্রেম জমেছে বুকে।

যদি তুমি জানতে,

কতটা ক্ষত তোমার অসুখে।

তবে খুঁজতে না ভুল

ভুলের ঠিকানায়।

আমার ঝাপসা চোখের

বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী

এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]

যদি তুমি জানতে,

কতটা প্রেম জমেছে বুকে।

যদি তুমি জানতে...

রোদেলা সময় হয়েছে মেঘ

তোমারই নামে পুড়ছে আবেগ।

রোদেলা সময় হয়েছে মেঘ

তোমারই নামে পুড়ছে আবেগ।

তবু পথ খুঁজে যায়

পথের সীমানায়।

আমার ঝাপসা চোখের

বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী

এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]

জলে ছুঁয়ে যায়,

চোখে বারেবার,

তুমি না ফিরলে আমি হবো কার? - [ ২ বার ]

তাই পথ খুঁজে যায়

পথের সীমানায়।

আমার ঝাপসা চোখের

বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী

এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]

যদি তুমি জানতে,

কতটা প্রেম জমেছে বুকে।

যদি তুমি জানতে,

কতটা ক্ষত তোমার অসুখে।

তবে খুঁজতে না ভুল

ভুলের ঠিকানায়।

আমার ঝাপসা চোখের

বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী

এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]

المزيد من Minar Rahman

عرض الجميعlogo

قد يعجبك

Jodi Tumi Jante لـ Minar Rahman - الكلمات والمقاطع