huatong
huatong
avatar

আর কত রাত একা থাকবো Aar Koto Raat Eka Thakbo

Mita Chatterjeehuatong
wilshirelkahuatong
الكلمات
التسجيلات
গানের শেষে অবশ্যই লাইক দিবেন

F আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

চোখ মেলে দেখবো না তোমাকে

স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো ও ও ও..

চোখ মেলে দেখবো না তোমাকে

স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো

M আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

গানের শেষে অবশ্যই লাইক দিবেন

F ফুলের গন্ধ ভরা বাতাস এসে

আমাকে পাগল করে বইবে

মুখ বুঝে মন কত সইবে...

M ফুলের গন্ধ ভরা বাতাস এসে

আমাকে পাগল করে বইবে

মুখ বুঝে মন কত সইবে

এমন লগ্ন পেয়ে কি করে বলো

নিজেকে সরিয়ে আমি রাখবো

আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

M মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে

সেতারাটা আর কত বাজবে

শুধু শুধু মন কত সাঁজবে..

F মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে

সেতারাটা আর কত বাজবে

শুধু শুধু মন কত সাঁজবে

এ মালা গাঁথার এই লজ্জ্বা আমি

কি করে আঁচল দিয়ে ঢাকবো

আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

চোখ মেলে দেখবো না তোমাকে

স্বপ্নের রঙে ছবি আঁকবো

M চোখ মেলে দেখবো না তোমাকে

স্বপ্নের রঙে ছবি আঁকবো

আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

F আর কত রাত একা থাকবো

আর কত রাত একা থাকবো

المزيد من Mita Chatterjee

عرض الجميعlogo

قد يعجبك