huatong
huatong
mitali-mukharjee-dhoro-aj-tomar-asar-kotha-cover-image

ধরো আজ তোমার আসার কথা - Dhoro Aj Tomar Asar Kotha

Mitali Mukharjeehuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
الكلمات
التسجيلات
গানের কথাঃ ধরো আজ তোমার আসার কথা...

---------------

--Music--

ধরো আজ তোমার আসার কথা...

তখন যদি...

আষাঢ়ের মেঘের হাতে,

যাযাবর হাওয়ারা সব বন্দি হয়ে পড়ে,

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

ধরো আজ তোমার আসার কথা...

তখন যদি...

আষাঢ়ের মেঘের হাতে,

যাযাবর হাওয়ারা সব বন্দি হয়ে পড়ে,

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

ধরো আজ তোমার আসার কথা...

--Music--

গানঃ আধুনিক,

গীতিকারঃ আবুল হায়াৎ মোহাম্মদ কামাল,

সুরকারঃ অনুপ ভট্টাচার্য,

মূলশিল্পীঃ মিতালী মুখার্জি,

--Music--

আমিও বন্দি হয়ে,

সারারাত একলা ঘরে,

কাটালাম মিথ্যে কাব্য করে,

তখন যদি...

আষাঢ়ের মেঘেরা যায় তেপান্তরে,

তবে কি নিঃসীম বর্ষার সঙ্গ ভালো লাগে?

ধরো আজ তোমার আসার কথা...

তখন যদি...

আষাঢ়ের মেঘের হাতে,

যাযাবর হাওয়ারা সব বন্দি হয়ে পড়ে,

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

ধরো আজ তোমার আসার কথা...

--Music--

আমিও সন্ধি করে,

সারারাত মেঘের সাথে,

কাটালাম মিথ্যে স্বপ্নে মেতে,

তখন যদি...

রাত্রির বকুলেরা যায় ঝরে...

তবে কি নির্মেঘ বর্ষার রঙ্গ ভালো লাগে?

ধরো আজ তোমার আসার কথা...

তখন যদি...

আষাঢ়ের মেঘের হাতে,

যাযাবর হাওয়ারা সব বন্দি হয়ে পড়ে,

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

তবে কি রিমঝিম বর্ষার কাব্য ভালো লাগে?

------

আপলোডঃ মইনুল জীবন।

المزيد من Mitali Mukharjee

عرض الجميعlogo

قد يعجبك