huatong
huatong
avatar

Ami Bodhu Seje Thakbo

Mitali Mukherjee/Khalid Hasan Miluhuatong
hanxiaoyanhuatong
الكلمات
التسجيلات
আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

সুখেরই সানাই বাজে..

আমারি বুকের মাঝে..

তুমি ছাড়া কিছু ভালো লাগেনা যে..

ফুলেরই বাসর ঘরে..

তোমাকে বুকে ধরে..

আদরে আদরে দেবো পাগল করে..

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

মধুর মিলন রাতে..

প্রেমেরই জোছোনাতে..

এ জীবন তুলে দেবো তোমার হাতে..

এই হৃদয় ডেকে বলে..

চাওয়ার আগুন যে জ্বলে..

বেড়ে যায় সে আগুন পলে পলে..

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

المزيد من Mitali Mukherjee/Khalid Hasan Milu

عرض الجميعlogo

قد يعجبك