huatong
huatong
mitali-mukherjee--cover-image

আমি বধু সেজে থাকবো

Mitali Mukherjeehuatong
motokit9huatong
الكلمات
التسجيلات
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

সুখেরই সানাই বাজে..

আমারি বুকের মাঝে..

তুমি ছাড়া কিছু ভালো লাগেনা যে..

ফুলেরই বাসর ঘরে..

তোমাকে বুকে ধরে..

আদরে আদরে দেবো পাগল করে..

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

মধুর মিলন রাতে..

প্রেমেরই জোছোনাতে..

এ জীবন তুলে দেবো তোমার হাতে..

এই হৃদয় ডেকে বলে..

চাওয়ার আগুন যে জ্বলে..

বেড়ে যায় সে আগুন পলে পলে..

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

المزيد من Mitali Mukherjee

عرض الجميعlogo

قد يعجبك