ছেলে: সবার জীবনে প্রেম আসে
সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালোবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভু তারে
মেয়ে: সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালোবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
মেয়ে: এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হলো
ছেলে: এই পথে যেতে যেতে দেখা হলো
এ দুটি হৃদয় আরো কাছে এলো
মেয়ে: এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হলো
ছেলে: এই পথে যেতে যেতে দেখা হলো
এ দুটি হৃদয় আরো কাছে এলো
মেয়ে: প্রেমের স্মৃতি যেন সুখের কাটা
যায়না খোলা কভু তারে
ছেলে: সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালোবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
ছেলে: প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা
প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা
মেয়ে: প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভিরে বাঁধে বাসা
ছেলে: প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা
প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা
মেয়ে: প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভিরে বাঁধে বাসা
ছেলে: প্রেমের ছবি যদি প্রাণে আঁকে
যায়না মোছা কভু তারে
মেয়ে: সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালোবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভু তারে
ছেলে মেয়ে: সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালোবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
সমাপ্ত