আমার মন আছে,
মনের মানুষ নাই,
হারিয়ে গেল সে কোথায়,
তাকে একটি পলক,
ভুলে থাকা দায়...
কি করে সবই ভুলে যাই
পাষান বন্ধুরে,...
কি করে তোমায় ভুলে যাই
আমার মন আছে,
মনের মানুষ নাই,
হারিয়ে গেল সে কোথায়।
পাইনি কিছুই আমি,
যা কিছু চেয়েছি,
ভালবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি
পাইনি কিছুই আমি,
যা কিছু চেয়েছি,
ভালবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি
পাষান বন্ধুরে,
কি করে তোমায় ভুলে যাই
আমার মন আছে,
মনের মানুষ নাই,
হারিয়ে গেল সে কোথায়,
মন দিয়ে বারে বারে
মিছে শুধু হেরেছি,
বুঝিনি তো আজও আমি,
কি ভুল করেছি
মন দিয়ে বারে বারে,
মিছে শুধু হেরেছি,
বুঝিনি তো আজও আমি
কি ভুল করেছি,
পাষান বন্ধুরে,...
কি করে তোমায় ভুলে যাই
আমার মন আছে,
মনের মানুষ নাই,
হারিয়ে গেলো সে কোথায়,
তাকে একটি পলক,
ভুলে থাকা দায়
কি করে সবই ভুলে যাই
পাষান বন্ধুরে,...
কি করে তোমায় ভুলে যাই
আমার মন আছে,
মনের মানুষ নাই,
হারিয়ে গেল সে কোথায়।