huatong
huatong
avatar

Tumi Akti Diner Bebodhane

Monir Khanhuatong
shmookshuatong
الكلمات
التسجيلات
তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

এমন তো ছিলনা কথা...

ভীজিয়ে দুচোখের পাতা...

এ বুকে চিতার আগুন

যাবে তুমি জ্বেলে...

তুমি দুরের মানুষ হয়ে গেলে

তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

যে ক্ষতি করেছো আমার

হয় না তুল্য

চোখের জলে শুধু

দিয়ে যাই মুল্য....

যে ক্ষতি করেছো আমার

হয় না তুল্য

চোখের জলে শুধু

দিয়ে যাই মুল্য....

এক দিন মুখমুখি

জানবো কতোটা সুখী

কখনো দেখা যদি মিলে

দুরের মানুষ হয়ে গেলে

তোমারি বিরহ আগুন

এ বুকে জ্বলছে

তবুও তোমার নাম

পোড়া বুক বলছে...

তোমারি বিরহ আগুন

এ বুকে জ্বলছে

তবুও তোমার নাম

পোড়া বুক বলছে

ভালো যে বাসিয়ে..গেলে

শ্রাবনে ভাসিয়ে..গেলে

বলনা কি সুখ তুমি পেলে

দুরের মানুষ হয়ে গেলে

তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

এমন তো ছিলনা কথা...

ভীজিয়ে দুচোখের পাতা...

এ বুকে চিতার আগুন

যাবে তুমি জ্বেলে...

তুমি দুরের মানুষ হয়ে গেলে

তুমি একটি দিনের ব্যাবধানে...

দুরের মানুষ হয়ে গেলে...

المزيد من Monir Khan

عرض الجميعlogo

قد يعجبك