huatong
huatong
avatar

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া

MrIslam053huatong
মোহাম্মদদিদারুলইসলামhuatong
الكلمات
التسجيلات
যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া

শিল্পী আসিফ

গান আপলোড মোঃ দিদারুল ইসলাম

কপি না করার জন্য অনুরোধ রইল

একটু অপেক্ষা করুন

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া....

ওরে নাহয় দিবে মাটি.....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতলপাটি....

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া ....

ওরে নাহয় দিবে মাটি....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতলপাটি....

আপলোড মোঃ দিদারুল ইসলাম

একটু অপেক্ষা করুন

কিসের পুত্র কিসের নারী

কিসের বাড়ি ঘর.....

যাদের এত ভাবছো গো আপন

তারাই তোমার হবে যে পর.....

ও কিসের পুত্র কিসের নারী

কিসের বাড়িঘর......

যাদের এত ভাবছো গো আপন

তারাই তোমার হবে যে পর....

মনরে তুমি বাকার কেবা তোমার......

ও.. তুমি বাকার কেবা তোমার

কার জন্য কর কান্নাকাটি......

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া.....

ওরে না হয় দিবে মাটি.....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতল পাটি.....

আপলোড মোঃ দিদারুল ইসলাম

একটু অপেক্ষা করুন

কাঁচা বাঁশের খাঁচার ভিতর পাখি নড়ে চড়ে......

সে পাখি উড়িয়া গেলে শূন্য খাচা রবে পরে......

ও.কাঁচা বাঁশের খাঁচার ভিতর পাখি নড়ে চড়ে....

সে পাখি উড়িয়া গেলে শূন্য খাচা রবে ভরে.....

মন রে ভেঙে যাবে রঙের মেলা.....

ও..ভেঙ্গে যাবে রঙের মেলা

যৌবনে লাগলে ভাটি.....

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া.....

ওরে না হয় দিবে মাটি.....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতলপাটি....

যেদিন এ দেহ দিবে জ্বালাইয়া.....

ওরে না হয় দিবে মাটি.....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতল পাটি.....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতল পার্টি....

সেদিন কোথায় রবে লেপ তোষক আর

কোথায় রবে শীতল পাটি......

সবাইকে অসংখ্য ধন্যবাদ

المزيد من MrIslam053

عرض الجميعlogo

قد يعجبك