অন্নের সাথে বিয়া
অন্নের সাথে বিয়াই যে দিন করিলা কবুল...
জেনে গেলাম সেই দিন আমার ভালোবাসা ভুল,
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
আরে কোন পাশানে কালি মেখে,
কোন পাশানে কলি মেখে দিয়াছে
ঐ চাদ মুখে..
সামির, ঘরে থাকলে তুমি সুখে.,
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
এখন কোথায় তোমার সেই মধুর হাসি...
ইহি..ইহি..ইহি..
যে হাসি দেখিলে আমার মন হয়ত উদাশি,
এখন ,কোথায়, তোমার , সেই মধুর হাসি...
ইহি..ইহি..ইহি..
যে হাসি দেখিলে আমার মন হয়ত উদাশি,
তুমি না বল্লে ও বোঝতে পারি..
না বল্লেও বোঝতে পারি
কি বেতা তুমার বোকে..
সামির, ঘরে থাকলে তুমি সুখে
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
তোমার চোলের গন্ধ ,আগের মত নাই...
আহা..আহা..আহা..
দেহোপুড়ে হয়ে গেছে ভাসি চুলার ছাই
তোমার, চোলের, গন্ধ ,আগের মত নাই...
আহা..আহা..আহা..
দেহোপুড়ে হয়ে গেছে ভাসি চুলার ছাই
তুমার চৌখে ঝরে এত পানি,
চৌখে ঝরে এত পানি.
বলো না কিসের দুঃখে ..
সামির.. ঘরে থাকলে তুমি সুখে..
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
আরে কোন পাশানে কালি মেখে,
কোন পাশানে কলি মেখে দিয়াছে
ঐ চাদ মুখে..
সামির, ঘরে থাকলে তুমি সুখে.,
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ঘরে থাকলে তুমি সুখে..
আমি অনেক খুশি হয়তাম গো..
সামির ,ঘরে ,থাকলে ,তুমি ,সুখে..
ধন্যবাদ