মেয়েঃ তু রুরু রুরু রুরু রুর
শিল্পীঃ কনক চাঁপা ও মনির খান
মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
চিরদিন তোমায় চাওয়া
ফুরাবেনা হলেও পাওয়া
অনন্ত প্রিয়াশা তুমি গো..
ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
চিরদিন তোমায় চাওয়া
ফুরাবেনা হলেও পাওয়া
অনন্ত প্রিয়াশা তুমি গো..
মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
My all song Scarce
Nasib BD
মেয়েঃ অন্তরে বাহিরে দেখি তুমি শুধু তুমি
এক পলকও তুমি ছাড়া বাচিনা যে আমি
=====N=====
ছেলেঃ অন্তরে বাহিরে দেখি তুমি শুধু তুমি
এক পলকও তুমি ছাড়া বাচিনা যে আমি
মেয়েঃ চিরদিন গেয়ে যাবো
চিরকাল বেয়ে যাবো
প্রেমের এ তৈরী এসো গো
ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
Follow me for new Song
ছেলেঃঃ একুল ওকুল দুই কুলেতেই প্রহরে প্রহরে
তোমায় নিয়ে ভালবাসার বাসর যাবো গড়ে
======N=======
মেয়েঃ একুল ওকুল দুই কুলেতেই প্রহরে প্রহরে
তোমায় নিয়ে ভালবাসার বাসর যাবো গড়ে
ছেলেঃ চিরদিন থেকো চোখে
চিরকাল রেখো বুকে
এটুকো আশাই বাধি গো
মেয়েঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
চিরদিন তোমায় চাওয়া
ফুরাবেনা হলেও পাওয়া
অনন্ত প্রিয়াশা তুমি গো
ছেলেঃ আমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
চিরদিন তোমায় চাওয়া
ফুরাবেনা হলেও পাওয়া
অনন্ত প্রিয়াশা তুমি গো
মেয়েঃআমি বেচে থাকতে চাইগো
আমি মরে গেলেও চাইগো
Thanks All