huatong
huatong
nazrul-islam-anjoli-loho-mor-cover-image

Anjoli Loho Mor

Nazrul Islamhuatong
Sayan2000huatong
الكلمات
التسجيلات
অঞ্জলি লহ মোর সঙ্গীতে(x3)

প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম(x2)

তোমারে,সুন্দর,বন্দিতে সঙ্গীতে(x2)

অঞ্জলি লহ মোর সঙ্গীতে

অঞ্জলি লহ মোর

.

তোমার দেবালয়ে কি সুখে কি জানি(x2)

দু’লে দু’লে ওঠে আমার দেহখানি

তোমার দেবালয়ে কি সুখে কি জানি

দু’লে দু’লে ওঠে আমার দেহখানি

আরতি নৃত্যের ভঙ্গীতে সঙ্গীতে (x2)।।

অঞ্জলি লহ মোর সঙ্গীতে

অঞ্জলি লহ মোর

.

পুলকে বিকশিল প্রেমের শতদল

গন্ধে রূপে রসে টলিছে টলমল (x2)

তোমার মুখে চাহি আমার বানী যত

লুটাইয়া-পরে ঝরা ফুলের মত(x2)

তোমার পদতল রঞ্জিতে ।

সঙ্গীতে (x2)

অঞ্জলি লহ মোর সঙ্গীতে

অঞ্জলি লহ মোর

প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম(x2)

তোমারে,সুন্দর,বন্দিতে সঙ্গীতে(x2)

অঞ্জলি লহ মোর সঙ্গীতে

অঞ্জলি লহ মোর

المزيد من Nazrul Islam

عرض الجميعlogo

قد يعجبك