huatong
huatong
avatar

remix qwali

Neha kakarhuatong
SanjuKabirajhuatong
الكلمات
التسجيلات
আরে মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তে

মনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তে

তুই কালার লাগালি.. হায়..

রিমোট দিয়ে প্রেমের মত চ্যানেল দেখালি

হায়…

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

জোহরাজাবীন না তুই আনারকলী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

রিমিক্স কাওয়ালী প্রেমের রিমিক্স কাওয়ালী

ফুরসৎ-এ তোকে মানিয়েছে আলি

এ.. ফুরসৎ-এ তোকে মানিয়েছে আলি

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

আমি হলাম রুহ আফজা তুই হলি প্লেন বাটার

লোডশেডিং এ আমি তোর দিলের ইনভার্টার

আমি হলাম রুহ আফজা তুই হলি প্লেন বাটার

লোডশেডিং এ আমি তোর দিলের ইনভার্টার

কত গেলো কত এলো তোর মত মাওয়ালি

ভাইজান দেখতে পেলে দেবে তোকে বাওয়ালি

ওওও…

হায় দিলটা জ্বালালি ভয়টা দেখালি

দিলটা জ্বালালি ভয়টা দেখালি

হাল্কা করে শুনিয়ে দেবো রিমিক্স কাওয়ালি

রিমিক্স কাওয়ালী প্রেমের রিমিক্স কাওয়ালী

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

মলিকা-এ-হুস্ন আমি চাইছি মনের শেহজাদা

রোডসাইড রোমিও তুই জালি তোর ইরাদা

খালিপিলি খাস না মাথা যা যা রে আশিক ফুটে যা

বানাবি বেগম আমায় আইডিয়া টা ভুলে যা

পানটা বানালি কেনো জর্দা মেশালি

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

রিমিক্স কাওয়ালী প্রেমের রিমিক্স কাওয়ালী

ফুরসৎ-এ তোকে মানিয়েছে আলি

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

ঠুমকা লাগালি রূপের বিজলী গিরালী

তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী

তোকে দেখে..

হায় হায় তোকে দেখে

المزيد من Neha kakar

عرض الجميعlogo

قد يعجبك