huatong
huatong
الكلمات
التسجيلات
হাতে হাত

রেখে তুমি উত্তাপ

বাড়িয়েছো দু′বেলা

নীচু স্বরে ডেকেছি

ঘুম পাড়ানো

চেনা কিছু ধুলো রোদ

তোমাকেই মাখাবো

বলে নিজে মেখেছি

তুমি বেপোরোয়া মেঘেদের দলে যাও

তুমি পাখনাওয়ালা মাছেদের দলে যাও

কাউকে

তুমিও কি কোনোদিন

ভালোবেসে বারবার

নাম ধরে ডেকেছো

এইযে

বসে থেকে চুপচাপ

হাওয়াদের খেয়ালেই ঠোঁটে ঠোঁট রেখেছো

তুমি পরিযায়ী মেঘেদের দলে যাও

ফিরে না পাওয়া চিঠিদের দলে যাও

স্রোতের গভীরে রাখা আঙুলের ছাপ

সেখানেই ছুঁতে চেয়ে বাড়িয়েছি পাপ

অতল নীলের মাঝে খুঁজে পাওয়া সুখ

সেখানেও আঁকা আছে জলরঙা মুখ

ঢেউয়ে ঢেউ

গায়ে মেখে দু'বেলা

সূর্যের আলোতেই

এলোমেলো খেলেছি

শান্ত

একমুঠো নীল জল

তোমাকেই মাখাবো

বলে নিজে মেখেছি

তুমি বেপোরোয়া মেঘেদের দলে যাও

তুমি পাখনাওয়ালা মাছেদের দলে যাও

তুমি বেপোরোয়া মেঘেদের দলে যাও

তুমি পাখনাওয়ালা মাছেদের দলে যাও

المزيد من Nilanjan Ghosal/Grasshopper

عرض الجميعlogo

قد يعجبك