logo

KEU JAANE NA

logo
avatar
NILLlogo
🎸🎸💕💙NIIIL💙💕🎸🎸logo
الغناء في التطبيق
الكلمات
কেউ জানে না মন যে আমার

কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

এ হে হে আ হা হা

এ হে হে আ হা হা হা

সাদা হাঁসের সাঁতার কাটা দিঘির কালো জল

একটু তোমার ছায়া পেয়েই ফোটায় শতদল

সাদা হাঁসের সাঁতার কাটা দিঘির কালো জল

একটু তোমার ছায়া পেয়েই ফোটায় শতদল

সেই খুশী তেই পাঁপড়ি যে তার দোলে দখিনায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

মোনে মোনে যেদিন তোমায় দেখেছিল মোন

সেদিন থেকেই সাজিয়ে ছিল তোমায় প্রিয়োজন

মোনে মোনে যেদিন তোমায় দেখেছিল মোন

সেদিন থেকেই সাজিয়ে ছিল তোমায় প্রিয়োজন

তাইতো আসি ফিরে ফিরে চেনা ঠিকানায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়

হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়

এ হে হে আ হা হা

এ হে হে আ হা হা হা

এ হে হে উহু হু

আ হা হা আ হা হা হা।