huatong
huatong
nishita-barua--cover-image

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

Nishita baruahuatong
prettyvcnthuatong
الكلمات
التسجيلات
Song: aaj mon cheyeche

Singer: Nishita Barua

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা

ছিল কল্পনা জাল, এই প্রানে বোনা

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা

ছিল কল্পনা জাল, এই প্রানে বোনা

তার অনুরাগের রাঙা তুলির ছোয়া

নাও বুলিয়ে নয়নপাতে

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে।

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইবো পথে

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইবো পথে

তাই যা দেখি আজ, সবই ভাল লাগে

এই নুতন গানের সুরে ছন্দ রাগে

তাই যা দেখি আজ, সবই ভাল লাগে

এই নুতন গানের সুরে ছন্দ রাগে

কেন দিনের আলোর মতো সহজ হয়ে

এলে আমার গহন রাতে

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে।

المزيد من Nishita barua

عرض الجميعlogo

قد يعجبك