গানঃ অভিনয়
শিল্পীঃ নোবেল ম্যান
অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে
অশ্রু জলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা
অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়
তোবু চাইছি আমি তোমারি জয় যেন হয়
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানা
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা....
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা....
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা
ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে
যেখানে হৃদয় ভাঙ্গার প্রতিদিন গল্প পোড়ে
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবোনা
কি আগুন জমছে বুকে
জানে না কেউতো জানে না
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না কেউতো বোঝে না
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা
ধন্যবাদ
সবাইকে