huatong
huatong
avatar

Agunpakhi

Noble Sisslehuatong
amydpricehuatong
الكلمات
التسجيلات
AGUN PAKHI

NOBLEMAN

আমার মুখের আড়ালে আমি

ভেতর চোখে দেখো আমায়

এ পাঁজরে প্রতিটা রঙ দামি

দেখি কে আজ হাঁটা থামায়,

এই চোখ, খুলেছি কখন

এই প্রেম, এতো আয়োজন

এই মন, ভালোবেসে মন সাড়ায়..

এই হাত, জীবনে জীবন

জুড়বেই কথোপকথন,

রাত যায় ভালোবেসে কোন তারা!

যতোই পোড়াও, আমি আগুনপাখি

জবাব দেবই এই যন্ত্রনার,

আমায় ওড়াও, মুঠোয় আকাশ রাখি

আসুক সময়, হিসেব গোনার..

এই চোখ, খুলেছি কখন

এই প্রেম, এতো আয়োজন

এই মন, ভালোবেসে মন সাড়ায়,

এই হাত, জীবনে জীবন

জুড়বেই কথোপকথন,

রাত যায় ভালোবেসে কোন তারা!

যারা করেছিল ভুল

আমি নেবো না মাশুল,

ভুলে যাওয়া যায়

যদি চাওয়া যায়,

যাওয়া যায়...

পরে থাকো পিছুটান,

বাঁধো জীবনেরই গান,

দেখো কে শুনায়,

গান কে শোনায়, কে শোনায়?

এই চোখ, খুলেছি কখন

এই প্রেম, এতো আয়োজন

এই মন, ভালোবেসে মন সাড়ায়,

এই হাত, জীবনে জীবন

জুড়বেই কথোপকথন,

রাত যায় ভালোবেসে কোন তারা!

এই চোখ, খুলেছি কখন

এই প্রেম, এতো আয়োজন

এই মন, ভালোবেসে মন সাড়ায়..

আমার মুখের আড়ালে আমি

ভেতর চোখে দেখো আমায়

এ পাঁজরে প্রতিটা রঙ দামি

দেখি কে আজ হাঁটা থামায়।

قد يعجبك