huatong
huatong
avatar

DARK__MUSIC Kal Shara Raat

Obscurehuatong
🥁DARK__MUSIC🥁huatong
الكلمات
التسجيلات
Kal Shara Raat

Obscure

UPLOADED BY : DARK__MUSIC

=============

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

আর তুমি ছাড়া আমার জীবন

কাটবে ভেবে কেঁদেছি...

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

UPLOADED BY : DARK__MUSIC

=============

ব্যথা দিয়ে ঢেকেছ আশা

দু:খে সাজিয়েছ ভালোবাসা

ব্যথা দিয়ে ঢেকেছ আশা

দু: খে সাজিয়েছ ভালোবাসা

হৃদয় বীণার তার ছিঁড়েছ

দূরে সরে গিয়ে মোরে ভুলেছ

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

UPLOADED BY : DARK__MUSIC

=============

শুরুতে হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ

শুরুতে হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ

মমতায় গড়েছিলে যে বাঁধন

কোন ভুলে ভেঙে দিলে সে স্বপন

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

আর তুমি ছাড়া আমার জীবন

কাটবে ভেবে কেঁদেছি

কাল সারারাত

আমি তোমায় মনে এঁকেছি

المزيد من Obscure

عرض الجميعlogo

قد يعجبك

DARK__MUSIC Kal Shara Raat لـ Obscure - الكلمات والمقاطع