huatong
huatong
avatar

Maj Rate Chad Jodi HD

Obscurehuatong
drogluzohuatong
الكلمات
التسجيلات
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

আকাশের বুক চিড়ে যদি ঝরে জল

বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছো

আকাশের বুক চিড়ে যদি ঝরে জল

বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছো

সরবরে যদি ফোঁটে রক্ত কমল

অনূভবে বুঝে নেব মান ভেঙেছো

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

রুপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদো না ভেবো শুধু আমি তো আছি

রুপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদো না ভেবো শুধু আমি তো আছি

স্বপ্ন লোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

المزيد من Obscure

عرض الجميعlogo

قد يعجبك

Maj Rate Chad Jodi HD لـ Obscure - الكلمات والمقاطع