huatong
huatong
avatar

Ghum (Official)

Odd Signaturehuatong
ru4real5150huatong
الكلمات
التسجيلات
খোলা চোখ খানা কর বন্ধ

বাতাসের ঠান্ডা গন্ধ,

বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে।

আসো ছোট্ট একটা গান করি

যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে,

বসে হাতখানা দিবে কপাল ভরে।

ভয় নেই আছি আমি পাশে,

হাতখানা ধরে আছি হেসে,

কোলেতে আমার মাথা তোমার..

অন্ধকার রাত, নিশ্চুপ সব,

জোনাকির দল আজো জেগে আছে,

তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।

হাতে রেখে হাত দেখে ঘড়ি,

বসে অপেক্ষা করি,

কবে হবে কাল, ফুটবে সকাল।

আয় ঘুম চুম্বন দে

তার সারা কপালে,

যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়,

আয় চাঁদমামা কাছে আয়,

যাতে অন্ধকার না হয়,

আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে,

কিছু আলোকিত হয়,

সে যাতে ভয়, না, পায়।

পরী আয় তার দুই হাত ধরে

নিয়ে যা স্বপ্নের খেলাঘরে

যেথা মিলবে তার সুখের ঠিকানা।

তারাদল ছুটে আয় এখানে

তার ঘুমখানা যাতে না ভাঙে তাই

নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়।

যদি দেখো সেথা আমায়,

বসে গান তোমায় শোনায়

তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে।

অন্ধকার রাত নিশ্চুপ সব

জোনাকির দল আজো জেগে আছে,

তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।

হাতে রেখে হাত দেখে ঘড়ি,

বসে অপেক্ষা করি,

কবে হবে কাল, ফুটবে সকাল।

আয় ঘুম চুম্বন দে

তার সারা কপালে,

যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়,

আয় চাঁদমামা কাছে আয়,

যাতে অন্ধকার না হয়,

আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে,

কিছু আলোকিত হয়, আহা ..

المزيد من Odd Signature

عرض الجميعlogo

قد يعجبك