huatong
huatong
paban-das-baul-din-duniar-malik-khooda-cover-image

Din Duniar Malik Khooda

Paban Das Baulhuatong
sampino2huatong
الكلمات
التسجيلات
সব, দিয়ে যার সব কেড়ে নাও,

সব দিয়ে যার সব কেড়ে নাও,

তার তো প্রাণে সয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না

কাঁটার, আঘাত দাওগো জারে তার,

কাঁটার, আঘাত দাওগো জারে তার,

ফুলের আঘাত সয়না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না

যে দুঃ,খেতে বন্ধুকে মোর,

যে দুঃখেতে বন্ধুকে মোর,

কবরে সোয়ায়রে,

দম, যেন মোর যায়,

আহা দম, যেন মোর যায়,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না

যে পথেতে, কাঁটায় ঘেরা,

কোনবা পথে চলবে,

আহা কোনবা পথে চলবে,

যে বুকে তার বেথায় ভরা,

যে বুকে তার বেথায় ভরা,

কোনবা মুখে বলবে,

আহা কোনবা মুখে বলবে,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

দিন দুনিয়ার, মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না

المزيد من Paban Das Baul

عرض الجميعlogo

قد يعجبك