প্রেমেরই ধুম ঝড়ে
দু চোখের ঘুম কাড়ে
কেন প্রেম গুম করে
রেখে দিস হিমঘরে
হলো যখন চেনা জানা বারো আনা
জানে এই প্রেম জমে যাবে ষোল আনা
পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স
প্রেমেরই ধুম ঝড়ে
দু চোখের ঘুম কাড়ে
কেন প্রেম গুম করে
রেখে দিস হিমঘরে
হলো যখন চেনা জানা বারো আনা
জানে এই প্রেম জমে যাবে ষোল আনা
পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স
উড়বে উড়বে উড়বে
স্বপ্নের ঘুড়ি উড়বে
ঘুরবে এ মন ঘুরবে
রঙিন পথে ঘুরবে
আজ বুকেতে দিচ্ছে দোলা
ইচ্ছে নদীর ঢেউ
চল ভেসে চল প্রেম জোয়ারে
জানলে জানুক কেউ
পাগলু পাগলু পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স
জমবে জমবে জমবে
এ মস্তি আরও জমবে
নামবে যখন নামবে
রাতের মায়া নামবে
আজ মনেতে জাগছে আশা
চাইছে তোর ছোঁয়া
প্রেম সুখেতে মন হারালে
যায়রে প্রেম পাওয়া
পাগলু পাগলু পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স
পাগলু
থোড়াসা করলে রোমান্স