logo

Paglu Title Song

logo
avatar
Paglulogo
♈SOOBIN🌟TIGER♈🇧🇩logo
الغناء في التطبيق
الكلمات
প্রেমেরই ধুম ঝড়ে

দু চোখের ঘুম কাড়ে

কেন প্রেম গুম করে

রেখে দিস হিমঘরে

হলো যখন চেনা জানা বারো আনা

জানে এই প্রেম জমে যাবে ষোল আনা

পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স

প্রেমেরই ধুম ঝড়ে

দু চোখের ঘুম কাড়ে

কেন প্রেম গুম করে

রেখে দিস হিমঘরে

হলো যখন চেনা জানা বারো আনা

জানে এই প্রেম জমে যাবে ষোল আনা

পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স

উড়বে উড়বে উড়বে

স্বপ্নের ঘুড়ি উড়বে

ঘুরবে এ মন ঘুরবে

রঙিন পথে ঘুরবে

আজ বুকেতে দিচ্ছে দোলা

ইচ্ছে নদীর ঢেউ

চল ভেসে চল প্রেম জোয়ারে

জানলে জানুক কেউ

পাগলু পাগলু পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স

জমবে জমবে জমবে

এ মস্তি আরও জমবে

নামবে যখন নামবে

রাতের মায়া নামবে

আজ মনেতে জাগছে আশা

চাইছে তোর ছোঁয়া

প্রেম সুখেতে মন হারালে

যায়রে প্রেম পাওয়া

পাগলু পাগলু পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স

পাগলু

থোড়াসা করলে রোমান্স