huatong
huatong
avatar

Asmane Jaiona Re Bondhu

Pagol Hasanhuatong
pasacretalhuatong
الكلمات
التسجيلات
আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়

পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়

আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়

পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

ও বন্ধু রে

দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা

আমার কেউ আর নাই রে, বন্ধু, কেবল তুমি ছাড়া

ও বন্ধু রে

দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা

আমার কেউ আর নাই রে, বন্ধু, কেবল তুমি ছাড়া

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, ছাড়িয়া না যাইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

ও বন্ধু রে

এক জনমে ভাঙো যদি পিরিতের বন্ধন

একূল-ওকূল দুই কূলেতে সার হইবো কান্দন

ও বন্ধু রে

এক জনমে ভাঙো যদি পিরিতের বন্ধন

একূল-ওকূল দুই কূলেতে সার হইবো কান্দন

তুমি দাগা দিবায় চাইয়ো রে, বন্ধু, দাগা দিবায় চাইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

তুমি দাগা দিবায় চাইয়ো রে, বন্ধু, দাগা দিবায় চাইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়

পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না

المزيد من Pagol Hasan

عرض الجميعlogo

قد يعجبك