huatong
huatong
avatar

ওরে নীল দরিয়া

Pantho Kanaihuatong
ram_bone123huatong
الكلمات
التسجيلات
ওরে নীল দরিয়া..

আমায় দে রে দে ছাড়িয়া..

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া..

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া....

হৃদয়ে বাংলাদেশ

BD Love Song BD

কাছের মানুষ দূরে থুইয়া..

মরি আমি ধর ফড়াইয়া রে..

কাছের মানুষ দূরে থুইয়া..

মরি আমি ধর ফড়াইয়া রে..

দারুণ জ্বালা দিবানিশি

দারুণ জ্বালা দিবানিশি

অন্তরে অন্তরে..

আমার এতো সাধের মন বধুয়া হায় রে.

কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া..

আমায় দে রে দে ভিড়ায়া.

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে.

কান্দে রইয়া রইয়া

ওরে সাম্পানের নাইয়া...

হৃদয়ে বাংলাদেশ

হইয়া আমি দেশান্তরী...

দেশ বিদেশে ভিড়ায় তরী রে..

হইয়া আমি দেশান্তরী...

দেশ বিদেশে ভিড়ায় তরী রে..

নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে

নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে

বন্দরে বন্দরে

আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায় রে.

সারেং বাড়ীর ঘরে.

এই না পথ ধরিয়া..

আমি কত যে গেছি চলিয়া.

একলা ঘরে মন বধুয়া আমার

রইছে পন্থ চাইয়া.

ওরে নীল দরিয়া..

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া..

আমায় দে রে দে ছাড়িয়া..

হৃদয়ে বাংলাদেশ

المزيد من Pantho Kanai

عرض الجميعlogo

قد يعجبك