huatong
huatong
partha-barua-ei-mukhoritu-jiboner-cover-image

Ei Mukhoritu jiboner

Partha Baruahuatong
michelnasr1huatong
الكلمات
التسجيلات

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

ঝিনুক শামুকে ভরা বালুর চরে

ঢেউয়ের সাথে নেচেছি,

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ঝিনুক শামুকে ভরা বালুর চরে

ঢেউয়ের সাথে নেচেছি,

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ওরে ছুটে যাই চল, সেই সাগরো তীরে

ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।

ওরে ছুটে যাই চল, সেই সাগরো তীরে

ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আখিতে আবীর মেখে

স্বপ্নের জ্বাল বুনেছি

রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আখিতে আবীর মেখে

স্বপ্নের জ্বাল বুনেছি

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

المزيد من Partha Barua

عرض الجميعlogo

قد يعجبك