huatong
huatong
avatar

আমি কার জন্য পথ চেয়ে | Ami kar jonno potho

ফেরদৌসী রহমান ফারুক আহমেদhuatong
nancy_noeliahuatong
الكلمات
التسجيلات
আমি কার জন্য পথ চেয়ে রবো

ফেরদৌসী রহমান ফারুক আহমেদ

আমি কার জন্য পথ চেয়ে রবো

আমার কি দায় পরেছে

আমার অনেক কাজ ছিল

তাইতো আসতে দেরী হয়েছে

কিছু মনে করোনা

রোজ রোজ একি অজুহাত

কাজ আর শুধু কাজ

কাল তবে কেন বলেছো

বেড়াতে নিয়ে যাবে আজ

দোষ যদি হয়ে থাকে

ক্ষমা করো আমাকে

আর কখনও ভূল হবে না

এখন বেড়াতে চলো না

আমি কার জন্য পথ চেয়ে রবো

আমার কি দায় পরেছে

আকাশ অনেক মেঘলা ছিল

বৃষ্টি হবে ভেবে দেরী হয়েছে

ওগো রাগ করো না

মিথ্যে কথা বলা

মেয়েদের কেবল সাজে

তাদের পাল্লায় পড়লে

পুরুষের বারোটা বাজে

মেয়েরা না এলে পরে

তোমাদের সংসারে

পুরুষকে কে দিত সান্তনা

এখন অভিমান ভূলো না

আমি কার জন্য পথ চেয়ে থাকি

আমার একি হয়েছে

তুমি আমায় কত ভালোবাসো

আজকে মন তাই জেনে গেছে

ওগো কাছে এসো না

قد يعجبك