huatong
huatong
piran-khanarifur-rahman-jony-tumi-amar-onek-shokher---lo-fi-cover-image

Tumi Amar Onek Shokher - Lo-Fi

Piran Khan/Arifur Rahman Jonyhuatong
pattyv13huatong
الكلمات
التسجيلات
কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক

তুমি আর শুধু তুমি ছাড়া

অন্য কিছু না বুঝুক

কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক

তুমি একটু দূরে গেলে

লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক

তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন

দেখো আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি হেসে উড়ে বেড়াও

আমায় ভীষণ ভালো লাগাও

তুমি হেসে উড়ে বেড়াও

আমায় ভীষণ ভালো লাগাও

নদী পাড়ে

নীল আকাশ, দখিনা হাওয়া আর সূর্য ডোবা

নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল

দূরে গেলে অভিমান চোখে জল এত মায়া তোমার

আমাকে বারেবার জিজ্ঞেস করে

"তুমি আসবে কি কাল"?

এইটুকু চাওয়ার মায়ায়

ডুবি সবশেষে, এভাবে আমায় গড়ি

তোমার অভ্যেসে

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি আমার অনেক শখের

খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল

আমি রংধনু রঙে সাজিয়েছি

দেখো এক আকাশ স্বপ্নীল

তুমি হেসে উড়ে বেড়াও

আমায় নিয়ে স্বপ্ন সাজাও

المزيد من Piran Khan/Arifur Rahman Jony

عرض الجميعlogo

قد يعجبك