huatong
huatong
popeye-bangladesh-ei-tumi-ke-cover-image

Ei Tumi Ke ?

Popeye bangladeshhuatong
erdbeerzeithuatong
الكلمات
التسجيلات
জোছনাও লুকায় তোমার ওই চোখে

কী করে বুঝি মেঘগুলো নয় কালো

মরুতে নদীর মতো দুঃখ তোমারি

আকাশের মতো যেন সবই আমারই

তবে না,হবে না,হবে না তুমি এত মিছে

ঠিকই ভাবো আমায় সবকিছু শেষে

নাকি বদলে গেছে সবই তোমার কাছে?

অবাক আমি শুধু ভাবি

এই তুমি কে?

ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে

জানো তো দেখিনা স্বপ্ন খোলা চোখে

রংধনুর রঙে সাজাও সন্ধ্যা তোমার

যেন পৃথিবীর সবই কিছু তোমার

তবে না, রবে না, রবে না তুমি এত সুখে

ঠিকই কাঁদো আমায় গোপনে ভেবে

নাকি বদলে গেছে সবই তোমার কাছে?

অবাক আমি শুধু ভাবি

এই তুমি কে?

তুমি ভাসো অতল সাগরে

যে সাগর আমার হৃদয়ে

তুমি দেখো খোলা আকাশে

আর আমি শুধু তোমাকে

তবে না, যেও না, যেও না আমাকে ছেড়ে

কত ডাকে আমায় পিছু না ফিরে

জানি বদলে গেছে সবই তোমার কাছে

অবাক আমি শুধু ভাবি

এই তুমি কে?

যেও না, যেও না (তুমি কে?)

আমাকে ছেড়ে (তুমি কে?)

কত ডাকে আমায় পিছু না ফিরে (তুমি কে?)

জানি বদলে গেছে সবই (তুমি কে?)

তোমার কাছে (তুমি কে?)

অবাক আমি শুধু ভাবি (তুমি কে?)

এই তুমি কে?

المزيد من Popeye bangladesh

عرض الجميعlogo

قد يعجبك