huatong
huatong
avatar

Mon Phur Phur

Prashmita Paulhuatong
chichithorhuatong
الكلمات
التسجيلات
মন ফুরফুর, depression দূর দূর আহ্লাদে

আলগা রোদ গায়ে মেখে রোজ রোজ ভাল্লাগে

যতই দু′পা ফেলে এগোই মাটি ছুঁচ্ছে না

উটকো ডানা ঠিক দু'খানা

উড়বে বলে মন বানালো

হচ্ছে emotional-ও

যুক্তি মানছে না

অঙ্ক করে প্রেমে পড়ে

কে কবে আর ইতিহাসে

অন্য মনটা জিতে আসে, বল

হিসেবে কেউ তো পায়নিকো সম্বল

না, না...

স্বভাবে যেভাবে ফুলের অভাবে

মৌমাছিরা আলগোছে মধুর গন্ধ খায়

অবরে সবরে সুরের বহরে

সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার

আলো তুই দেখে যা সুখ টুকরোয় বাঁচি

ভালো দিন আসবে জানি বলেই

এই তো আমি দাঁড়িয়ে আছি

যাবো না না-পেলে তা

পুরোটা, পুরোটা, পুরোটা, পুরোটা

ইচ্ছেডানা মন বানালো

হচ্ছি emotional-ও

যুক্তি মানছি না

অঙ্ক করে প্রেমে পড়ে

কে কবে আর ইতিহাসে

অন্য মনটা জিতে আসে, বল

স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল

ইচ্ছেডানা মন বানালো

হচ্ছি emotional-ও

যুক্তি মানছি না

অঙ্ক করে প্রেমে পড়ে

কে কবে আর ইতিহাসে

অন্য মনটা জিতে আসে, বল

স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল

না, না...

المزيد من Prashmita Paul

عرض الجميعlogo

قد يعجبك