huatong
huatong
pritam-chakraborty--cover-image

তুমি জানো নারে প্রিয়

Pritam Chakrabortyhuatong
mlransom54huatong
الكلمات
التسجيلات
তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

মনের ভিতরে বাইরে,

আর কেউ নাই রে..

তুমি করেছ উদাসী গো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

মনের ভিতরে বাইরে,

আর কেউ নাই রে..

তুমি করেছ উদাসী এইগো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

ও দিনের কাছে সূর্য প্রিয়

রাইতে হইল চাঁদ

এক জীবনের প্রিয় আমার

তুমি জানের জান

দিনের কাছে সূর্য প্রিয়

রাইতে হইল চাঁদ

এক জীবনের প্রিয় আমার

তুমি জানের জান

ওরে তোমারি ভাবনা

পাবো কি পাবো না

আমি তাইতো ছুটে

কাছে আসি গো ও ও

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো ও ও

ও চোখের মনি

প্রাণ সজনী তুমি একজনা

তোমারে না দেখলে

আমি প্রাণে বাঁচব না

চোখের মনি

প্রাণ সজনী তুমি একজনা

তোমারে না দেখলে

আমি প্রাণে বাঁচব না

প্রেমের রঙ্গিলা দুয়ারে সুখেরও জোয়ারে

দেখি তোমার মায়ার হাসি গো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

মনের ভিতরে বাইরে,

আর কেউ নাই রে..

তুমি করেছ উদাসী গো

তুমি জানো নারে প্রিয়

ও তোমায় কতো ভালোবাসি গো

المزيد من Pritam Chakraborty

عرض الجميعlogo

قد يعجبك