huatong
huatong
avatar

Lichur Bagane

Pritom Hasan/aleya begumhuatong
ninja64652huatong
الكلمات
التسجيلات
কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ?

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে?

আরে কমলার বাগানে, সই গো, কমলার বাগানে

কমলার বাগানে, সই গো, কমলার বাগানে

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ?

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে?

কেমন প্রেমিক তুই বন্ধুরে

বেড়া দেইখ্যা কাঁপিস ভয়ে

কেমন প্রেমিক তুই বন্ধুরে

বেড়া দেখ্যা কাঁপিস ভয়ে

পারলে বেড়া ডিঙায় আসো

পারলে বেড়া ডিঙায়

পারলে বেড়া ডিঙায় আসো

জাগা দিমু এ অন্তরে

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ?

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে?

শোনেন, শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন

এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন

স্বাধীন হওয়া ভালোবাসা ধরলো গানের সুর

সেই সুরের নেশাতের মনে ফুটল প্রেমের ফুল

ফুল আর সুরে হইয়া গেল কানাকানি

মন লেনদেন হইলো সাকি আসমানওজমিন পানি

মন লেন-দেন কইরা তারা গলায় ধরলো গান

সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ

সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ

সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ

আমি চুপ করে ভালোবাসি দূরে থেকে তোমাকে

এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে এ হৃদয়ে

শুধু তোমারই সুবাস এ হৃদয়ে ডুবে ভাসে মনের মাঝে

আমি খুব দূরে আবার খুব কাছে

তুমি দেয়াল দিলেও তাতে কী যায়-আসে?

আমার মনে লাগে সন্ধ্যে

আমার মনের লাগে (কী যায়-আসে?)

আমার মনে লাগে সন্ধ্যে

বন্দে বুঝি যাদু জানে

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ?

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে?

আরে কমলার বাগানে, সই গো, কমলার বাগানে

কমলার বাগানে, সই গো, কমলার বাগানে

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে ?

কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে?

লিচুরও বাগানে...

المزيد من Pritom Hasan/aleya begum

عرض الجميعlogo

قد يعجبك