huatong
huatong
avatar

Venge Poro Na Evabe

Pritom Hasanhuatong
🖤Hasan.Al.Fuad🖤huatong
الكلمات
التسجيلات
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,

তোমার ঘরের পুতুল তখন

চুপ অভিমানে ঘরে ফিরে যায়।

ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে,

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে,

ভেঙ্গে পড়ো না এই রাতে।

ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?

সে কি খুব কাছের তারাটা তোমার

সে কি করেছে অভিমান আবার,

হঠাৎ সে চলে গেছে শূন্যতা

যেনো এ ঘরে,

তাই তো রাত আমায় বলে .

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে,

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে,

ভেঙ্গে পড়ো না রাতে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে

কেউ থাকে না চিরোদিন সাথে,

যদি কাঁদো এভাবে

তার ঘুম ভেঙ্গে যাবে,

ভেঙ্গে পড়ো না এই রাতে।

المزيد من Pritom Hasan

عرض الجميعlogo

قد يعجبك