huatong
huatong
priyangbada-banerjee-ogo-aar-kichhu-cover-image

Ogo Aar Kichhu

Priyangbada Banerjeehuatong
puffileinhuatong
الكلمات
التسجيلات
ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই

তোমারই নয়নে পাওয়া

তোমারই সুরে গাওয়া

এ গানখানি রেখে যাই

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া

এ গানখানি রেখে যাই

ওগো আর কিছু তো নাই

বরষা হয়ে তুমি আকাশ ভরে

হৃদয় মরূতে মম পড়েছ ঝরে

বরষা হয়ে তুমি আকাশ ভরে

হৃদয় মরূতে মম পড়েছ ঝরে

সরস করিয়া মোরে

যে ফুল ফোটালে ভোরে

এ মালা তারই রেখে যাই

ওগো আর কিছু তো নাই

জানি না কখন মন হারায়ে গেল

সকলই হারায়ে বুঝি সকলই পেল

জানি না কখন মন হারায়ে গেল

সকলই হারায়ে বুঝি সকলই পেল

আজকে আশার নদী

হুতাশে শুকালো যদি

এ হৃদিটুকু রেখে যাই

ওগো আর কিছু তো নাই

বিদায় নেবার আগে তাই

তোমারি নয়নে পাওয়া

তোমারি সুরে গাওয়া

এ গানখানি রেখে যাই

ওগো আর কিছু তো নাই

المزيد من Priyangbada Banerjee

عرض الجميعlogo

قد يعجبك