huatong
huatong
avatar

Ei Ki Premer Protidan

Priyanka Choprahuatong
osiguy77huatong
الكلمات
التسجيلات
আমায় যত দাও হে ব্যাথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন জানি ব্যাথার হবে অবসান।

প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে

দেহ ছেরে চলে যাবে যেদিন আলাউদ্দিন এর প্রাণ।

বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান ?

প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে

বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান

করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়

করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয়

কেন সাজিলে পাষাণ।

বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান?

রাখিয়া তোমার কথা ছড়িলাম মাতা পিতা

হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান।

কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি

গেল জাতি কুল ও মান।

বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান ?

المزيد من Priyanka Chopra

عرض الجميعlogo

قد يعجبك