logo

Govire Priyotoma

logo
avatar
Priyotoma/Priyotoma/Priyotomalogo
🦋⃟💠𝐈𝐅𝐓𝐘™🦋⃟💠𝐬𝐦🇧🇩logo
الغناء في التطبيق
الكلمات
বুকেরই ভেতরে গভীর করে

লিখেছি তোমাকে কত আদরে

সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে

নির্বাক দেখি মুগ্ধ আহারে

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

(প্রিয়তমা)

আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়

ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়

আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়

ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়

হৃদয় জুড়ে প্রিয় উপমা

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়

মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়

জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়

মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়

অনেক কথাই আছে জমা

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা

ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা

Govire Priyotoma لـ Priyotoma/Priyotoma/Priyotoma - الكلمات والمقاطع