huatong
huatong
avatar

Hridoye Likhechi Tomari Naam

Purnimahuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
الكلمات
التسجيلات
ছেলেঃ হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

=============

ও ও হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

মেয়েঃ তুমি আমার আনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

ছেলেঃ এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

মেয়েঃ হো,এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ তোমাকে, চাই সকাল দুপুরে

এসো পায়ে বাজিয়ে নুপুর

মেয়েঃ উম হু, তোমারই কাছে এলে বুঝি

ভালবাসা কত যে মধুর

নিঃশ্বব্দে নিরবে মনের মাঝে

তোমারই কথাই বাজে

ছেলেঃ ও ও নিঃশ্বব্দে নিরবে মনের মাঝে

তোমারই কথাই বাজে

মেয়েঃ তুমি আমার অনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

ছেলেঃ এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

মেয়েঃ হো এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ‌ হুম যাক থেমে, আজ সময় ঘড়ি

দেখি তোমার রুপের লহরি

মেয়েঃ ও হো এসোনা যাই অন্য কোথাও

হব দুজনে দেশান্তরি

রংধনু আবিরে রঙিন কর

যখনি এ হাত ধর

ছেলেঃ ও ও রংধনু আবিরে রঙিন কর

যখনি এ হাত ধর

মেয়েঃ তুমি আমার আনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

ছেলেঃ এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

মেয়েঃ হো হো এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

ছেলেঃ ও হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

মেয়েঃ তুমি আমার আনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

ছেলে/মেয়েঃ এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

হো এক পৃথিবী প্রেম তুমি আমার

আকাশ ছোঁয়া ভালবাসা

====ধন্যবাদ====

المزيد من Purnima

عرض الجميعlogo

قد يعجبك