huatong
huatong
avatar

আমার হিয়ার মাঝে লুকিয়ে Amar Hiyar Majhe

Rabindra Sangeethuatong
pameladingilhuatong
الكلمات
التسجيلات
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাই নি তোমায়

দেখতে আমি পাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

বাহির পানে চোখ মেলেছি

বাহির পানে..

আমার হৃদয় পানে চাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাই নি তোমায়

দেখতে আমি পাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

আমার সকল ভালোবাসায়

সকল আঘাত সকল আশায়

আমার সকল ভালোবাসায়

সকল আঘাত সকল আশায়

তুমি ছিলে, আমার কাছে

তুমি ছিলে..

আমি তোমার কাছে যাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাইনি তোমায়

দেখতে আমি পাইনি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।

তুমি মোর আনন্দ হয়ে

ছিলে আমার খেলায়–

তুমি মোর আনন্দ হয়ে

ছিলে আমার খেলায়–

আনন্দে তাই ভুলে ছিলেম

আনন্দে তাই ভুলে ছিলেম

কেটেছে দিন হেলায়

তুমি মোর আনন্দ হয়ে

ছিলে আমার খেলায়

তুমি মোর আনন্দ হয়ে

ছিলে আমার খেলায়

আনন্দে তাই ভুলে ছিলেম

আনন্দে তাই ভুলে ছিলেম

কেটেছে দিন হেলায়

গোপন রহি গভীর প্রাণে

আমার দুঃখ সুখের গানে

গোপন রহি গভীর প্রাণে

আমার দুঃখ সুখের গানে

সুর দিয়েছো তুমি

আমি তোমার গান তো গাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাই নি তোমায়

দেখতে আমি পাই নি

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

المزيد من Rabindra Sangeet

عرض الجميعlogo

قد يعجبك