huatong
huatong
raghab-chatterjee-chand-keno-aase-na-cover-image

Chand Keno Aase Na

Raghab Chatterjeehuatong
lemonsinkhuatong
الكلمات
التسجيلات
চাঁদ কেন

আসে না আমার ঘরে

চাঁদ কেন আসেনা আমার ঘরে

হো, চাঁদ কেন আসে না আমার ঘরে

চাঁদ কেন আসেনা আমার ঘরে

সে অভিমানীনি আজো তো বলেনি

অভিমানিনী আজো তো বলেনি

আসবে কিনা সে ফিরে ওও

চাঁদ কেন আসে না আমার ঘরে

চাঁদ কেন আসে না আমার ঘরে

দিন যায় রাত যায়

বয়ে যায় সময়

ম্লান মুখ তার আজো সেই

চোখ চায়, মন চায়

তবু ভাঙ্গা হৃদয়

সবই আছে চাঁদ শুধু নেই

মেঘেরা যদি গিয়েছে দূরে সরে

চাঁদ কেন আসে না আমার ঘরে

জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়

আলো করে আঙিনা সবার

আমি আছি ভরসায় ঘোর অমানিশায়

কাটেনা কেন যে এ আঁধার

ভালোবাসা গুমরে কেঁদে মরে

চাঁদ তবু আসে না আমার ঘরে

হো, চাঁদ কেন আসে না আমার ঘরে

চাঁদ কেন আসে না আমার ঘরে

সে অভিমানীনি আজো তো বলেনি

অভিমানিনী আজো তো বলেনি

আসবে কিনা সে ফিরে ও

চাঁদ কেন

المزيد من Raghab Chatterjee

عرض الجميعlogo

قد يعجبك