huatong
huatong
raghab-chatterjee-jiboner-mane-cover-image

Jiboner Mane

Raghab Chatterjeehuatong
rxercisehuatong
الكلمات
التسجيلات
জীবনের মানে কেউ কি তা জানে?

কখনো সে ভাটায়, কখনো উজানে

জীবনের মানে কেউ কি তা জানে?

কখনো সে ভাটায়, কখনো উজানে

শুধু বয়ে যায় কত ইশারায়

শুধু বয়ে যায় কত ইশারায়

নিজের মতো হয়ে ভেসে যায়

জীবনের মানে কেউ কি তা জানে?

কখনো সে ভাটায়, কখনো উজানে

কত সে বেদনায় কিছু কিছু কথা

কত রঙে মন ভরাতে বাধা না মানে

না পাওয়ার বাসনায় স্মৃতি রয়ে যায়

ভুল করে কত কিছু, ফিরে চলে যায়

বাকি রয়ে যায় জীবনের খাতায়

বাকি রয়ে যায় জীবনের খাতায়

হিসাব কে রাখে মনের পাতায়?

জীবনের মানে কেউ কি তা জানে?

কখনো সে ভাটায়, কখনো উজানে

চাওয়াতে পাওয়াতে মরি এ জীবনে

বুঝি না কী আসল, কী যে নকল

কী যে হারালাম, কেউ কি তা জানে?

মিছে তার হাহাকার, এ মনই তা জানে

সবই ফেলে হায় একা যেতে হয়

সবই ফেলে হায় একা যেতে হয়

হিসাব কে রাখে মনের পাতায়?

জীবনের মানে কেউ কি তা জানে?

কখনো সে ভাটায়, কখনো উজানে

المزيد من Raghab Chatterjee

عرض الجميعlogo

قد يعجبك