এন্ডু কিশোর -বেবীনাজমিন
UPLODE BY RAHUL
ছেলে-: চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ততবার আমি,ততবার..
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
মেয়ে-: চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি।
ছেলে-: আমার সকল ভাবনা-তে,
থেকো শুধু তুমি দিনে রাতে,
মেয়ে-: আমার যত ভালবাসা,
তোমায় দেব,এইতো আশা,
--------RaHuL-----------
ছেলে-: আমার সকল ভাবনা-তে,
থেকো শুধু তুমি দিনে রাতে,
মেয়ে-: আমার যত ভালবাসা,
তোমায় দেব,এইতো আশা
ছেলে-: তোমার হাতটি ধরে,পথের সঙ্গী করে
যতবার এক সাথে চলেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
মেয়ে-:হ্যাঁ-ততবার আমি,ততবার
তোমার প্রেমে পড়েছি।
মেয়ে-: স্বপ্ন আমার কিছু কিছু,
ছাঁয়া হয়ে ডাকে পিছু পিছু,
ছেলে-: সেই ছাঁয়া-তে আমায় পাবে,
যেথায় যখন তুমি যাবে,
RaHuL
মেয়ে-:স্বপ্ন আমার কিছু কিছু,
ছাঁয়া হয়ে ডাকে পিছু পিছু,
ছেলে-:সেই ছাঁয়া-তে আমায় পাবে,
যেথায় যখন তুমি যাবে,
মেয়ে-:ফুলের গন্ধ ছুঁয়ে,সুরের ছন্দ নিয়ে,
যতবার তোমাকে এঁকেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ছেলে-: ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
মেয়ে-:চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ছেলে-: চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
মেয়ে-: ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ছেলে-: ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি।
Uplode by Rahul