huatong
huatong
avatar

ore o bam̐si'oyala

Rajibhuatong
Hamid___🆆🅴huatong
الكلمات
التسجيلات
মেয়েঃ ওরে ও বাঁশীওয়ালা

আমার এই মনের জ্বালা

সইতে যে আর পারিনা…

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

ছেলেঃ ওরে ও মধুবালা

তুমি যে গলার মালা

তোমায় ছাড়া বাঁচিনা…

হায়রে পিরিত মানেই বাসনা..

হায়রে পিরিত মানেই বাসনা..

<===H.PUTUL_WE===>

ছেলেঃ বৈশাখে হলো দেখা

মেয়েঃ লা লা লা লা …

ছেলেঃ বর্ষাতে পরিচয়

মেয়েঃ তু রুরুরুরু..

ছেলেঃ বৈশাখে হলো দেখা

বর্ষাতে পরিচয়

মেয়েঃ শরতে হলো প্রেম

লাগে যে মধুময়

ছেলেঃ করবো কি বলো

আমি হেমন্তে

করবো কি বলো

আমি হেমন্তে

মেয়েঃ শীত বসন্ত

তুমি বিনা কাটেনা…

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

ওরে ও বাঁশিওয়ালা

ছেলেঃ তুমি যে গলার মালা

মেয়েঃ তোমায় ছাড়া বাঁচি না..

ছেলেঃ হায়রে পিরিত মানেই বাসনা..

<===Hamid_WE===>

ছেলেঃ দিবসে ছবি আঁকে

মেয়েঃ সত্যি

ছেলেঃ নিশিতে স্বপনে

মেয়েঃ আহ্ আ..

ছেলেঃ দিবসে ছবি আঁকে

নিশিতে স্বপনে

মেয়েঃ মিশে আছো তুমি

জীবনে মরনে

ছেলেঃ এই প্রেমের বলো

হবে কি পরিনাম

এই প্রেমের বলো

হবে কি পরিনাম

মেয়েঃ প্রেমের পরিনাম ভেবে কেউ

প্রেম করে না…

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

ওরে ও বাঁশীওয়ালা

আমার এই মনের জ্বালা

সইতে যে আর পারিনা…

হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

ছেলেঃ ওরে ও মধুবালা

তুমি যে গলার মালা

তোমায় ছাড়া বাঁচিনা…

হায়রে পিরিত মানেই বাসনা..

মেয়েঃ না না না পিরিত মানেই যন্ত্রনা..

ছেলেঃ হায়রে পিরিত মানেই বাসনা..

মেয়েঃ হায়রে পিরিত মানেই যন্ত্রনা..

ছেলেঃ হায়রে পিরিত মানেই বাসনা..

*** ধন্যবাদ ***

المزيد من Rajib

عرض الجميعlogo

قد يعجبك