huatong
huatong
avatar

TOR MON PARAI THAKTE DE AMAI

Ranahuatong
matajtvhuatong
الكلمات
التسجيلات
তোর মন পারায় থাকতে দে আমায়

আপলোড বাই জুয়েল রানা

সহজগিতাই ছোঁয়া আক্তার

তোর মন পাড়ায়,থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়

তুই চাইলে বল.. আমার সঙ্গে চল..

ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

তোর মন পাড়ায়...থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়

তুই চাইলে বল আমার সঙ্গে চল

ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়

গানটি গাওয়া শেষে লাইক করতে ভুলবেন না

ফলো দিয়ে পাসে থাকবেন

আমার সংবুক চেক করতে পারেন

নতুন সব মিউজিক পেতে

রানা

তোর রিদয় আঙ্গিনায়,থাকতে আমি চাই

তুই ছাড়া বাচাঁর নেই রে উপায়

কীভাবে ওরে তোকে ছেড়ে,

একাকী আমি জীবন কাটাই

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

তোর মন পাড়ায়.... থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়

তুই চাইলে বল আমার সঙ্গে চল

ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়

ছোঁয়া

শুধু তোকে ঘিরে শত স্বপ্নের ভীরে,

এখন আমার বসবাস

তুই এলে জীবনে পাব বাচার মানে,

পাব সুখেরই আভাস

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

অভিমানী মন আমার চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়

তোর মন পাড়ায়.. থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়

তুই চাইলে বল আমার সঙ্গে চল

ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়

লা রা লা রা লা রা লা রা না

লা রা লা রা না রা

লা রা লা রা লা রা লা রা না

লা রা লা রা না রা

المزيد من Rana

عرض الجميعlogo

قد يعجبك