huatong
huatong
raz-dee-instagram-cover-image

Instagram

Raz Deehuatong
spetershuatong
الكلمات
التسجيلات
আজ বছর পূর্তির বিকেলে

মনে পড়ে তোর অভিমানি বিদায়

রোজ সন্ধ্যে সদর দরজা খোলা রাখি

তুই ফিরে আসবি, এইটুক আশায়

হৃদ মাঝে রাত, সুরে বিষাদ, তুই ছাড়া কেউ বোঝে না যে

তোর গলার ডাক যেন উপহার, ভাসি আমি স্নিগ্ধতাতে

অপেক্ষা করেছি আমি, চিঠি লিখে গেছি

হয়তো তুই অন্য কারোর সাথে খুশি

নতুন ছবি দেখি ইন্সটাগ্রামে, ভাবি তুই কেমন আছিস তার সাথে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

তুই অবাক হয়ে ভাবিস কে তোকে পাঠায় গোলাপ গোপনে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

মনে পড়ে আমায় আঁকড়ে ধরে ভুলতিস সব ব্যথা

অচেনা আমি আজ phone-ও করতে মানা

অচিন পাখিগুলোর সময় ঘরে ফেরার

তুইও কি আসছিস মেলে ডানা

খুঁজবি কি তুই অবেলায়, যদি শুনিস আমি গেছি হারায়ে?

খুঁজে পেলে কি জাপটে ধরে আসবি গলায়?

ঘুম থেকে উঠে কি হায়, সে তোর মাথায় হাত বোলায়?

জানাস দিনের শুরুটা আজকাল কেমন হয়

নতুন ছবি দেখি ইন্সটাগ্রামে, ভাবি তুই কেমন আছিস তার সাথে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

তুই অবাক হয়ে ভাবিস কে তোকে পাঠায় গোলাপ গোপনে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

নতুন ছবি দেখি ইন্সটাগ্রামে, ভাবি তুই কেমন আছিস তার সাথে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

তুই অবাক হয়ে ভাবিস কে তোকে পাঠায় গোলাপ গোপনে

তোর কি আমার কথা আর মনে পড়ে না? (মনে পড়ে না)

المزيد من Raz Dee

عرض الجميعlogo

قد يعجبك