huatong
huatong
avatar

Khokon (Nachiketa)

RhythmicRajahuatong
💦🍃🦋RydmicRaja💖EDM🦋🍃💦huatong
الكلمات
التسجيلات
পৃথিবীটা বড় রঙ্গিন

ভাবত এ কথা খোকন

পৃথিবীটা বড় রঙ্গিন

ভাবত এ কথা খোকন

তাকে ঘিরে কত হাসি আনন্দ

থাকত ঘিরে যখন

ছোট্ট খোকন বাবা আর মা

দুপুর রাত্রি সকাল সন্ধ্যা

সুখের সাত কাহন

ভাবত এ কথা খোকন

পৃথিবীটা বড় রঙ্গিন

ভাবত এ কথা খোকন।

বাবা বেরতেন সকাল বেলায়

অফিস অভিমুখে

মার সারাদিন গুনগুন গাওয়া

ঘরের কাজ আর শুধু পথ চাওয়া

ফিরবেন বাবা সন্ধে বেলায়

কখন হাসি মুখে

দুজনের চোখে কত ভালবাসা

দেখত সবই খোকন

পৃথিবীটা বড় রঙ্গিন

ভাবত এ কথা তখন।

ছুটির দিনেতে পার্কেতে

কিংবা চিড়িয়াখানায়

সারাদিন শুধু ছুট আর ছুট

ক্যাটবেরি আইসক্রিম ডালমুট

খেলা আর খেলা মার লিপস্টিক

বাবার সাদা জামায়

বাবার চওড়া কাধেতে আরামে ঘুমত সে যখন

পৃথিবীটা বড় রঙ্গিন

ভাবত এ কথা তখন।

খোকন এখন হস্টেলে থাকে

রঙ্গিন পৃথিবী কাল

বাবা করেছেন বিয়ে আবার

মা করেছেন লিভটুগেদার

খোকন ছাড়া মোটামুটি আর

সবাই রয়েছে ভাল

দুটো পাড় যদি এক হতে না চায়

সেতুর কি প্রয়োজন

বিষের প্যাকেট খোকনের হাতে

ভাবছে খোকন যাবে কোন খাতে

অনাহুত হয়ে বেচে থাকা নাকি

মৃত্যুর আয়োজন

অনাহুত হয়ে বেচে থাকা নাকি

মৃত্যুর আয়োজন

বিষ হাতে নিয়ে খোকন

ভাবছে একথা এখন।

المزيد من RhythmicRaja

عرض الجميعlogo

قد يعجبك