huatong
huatong
avatar

পাখি আমার বোকা না (R+M)

(Ripon+Moni) আপলোডারhuatong
꧁💞TAMIM.T💞🌹দুরন্ত🌹huatong
الكلمات
التسجيلات
(Ripon+Moni)

আ.. আ.. আ.. আ

আ.. আ.. আ.. আ

আ.. আ.. আ.. আ

আ.. আ.. আ.. আ

পাখি আমার বোকা না

কান্দাইলো কেন বুঝলাম না

পাখি আমার হইলো অচেনা

না..রে, পাখি আমার বোকা ছিল না।

দুঃখ আমায় আপন করল

পাখি আমার উইড়া গেল

দুঃখ দিল পাশে রইল না

না..রে, পাখি আমার বোকা ছিল না।

পাখি আমার বোকা না

কান্দাইলো কেন বুঝলাম না

পাখি আমার হইলো অচেনা

না..রে, পাখি আমার বোকা ছিল না।

অপেক্ষা.....

R..

আমি কি আর ছিলাম এমন

হয়ছি রে তোর মনের মতন

তবু আঘাত দিলি কল্লিজায়

হায়রে, তবু আঘাত দিলি কেনো

নরম কল্লিজায়।

আমি কি আর ছিলাম এমন

হয়ছি রে তোর মনের মতন

তবু আঘাত দিলি কল্লিজায়

হায়..রে, তবু আঘাত দিলি কেনো

নরম কল্লিজায়।

সুখের সময় বুকে নিলি

দুঃখের সময় উইড়া গেলি

এখন আমার হবে কি উপায়

হায়..রে, পাখি আমার হইলো অচেনা

না..রে, পাখি আমার বোকা ছিল না।

অপেক্ষা.....

R...

উইড়া গেলি কোথায় পাখি

করি রে তোরে ডাকাডাকি

ছিলিরে তুই বুকের পিঞ্জিরায়

হায়...রে, ছিলিরে তুই নিঠুর

পাখি বুকের পিঞ্জিরায়।

উইড়া গেলি কোথায় পাখি

করি রে তোরে ডাকাডাকি

ছিলিরে তুই বুকের পিঞ্জিরায়

হায়...রে, ছিলিরে তুই নিঠুর

পাখি বুকের পিঞ্জিরায়।

ভাবছিলাম পাখি তুই বোকা

কেন আমায় দিলি ধোঁকা

তোর কারনে হইলাম অসহায়

হায়রে, পাখি আমার হইলো অচেনা

না...রে, পাখি আমার বোকা ছিল না।

না...রে, পাখি আমার বোকা ছিল না।

না...রে, পাখি আমার বোকা ছিল না।

المزيد من (Ripon+Moni) আপলোডার

عرض الجميعlogo

قد يعجبك