huatong
huatong
avatar

সবার জীবনে প্রেম আসে

Rizia Parveenhuatong
missrainydhuatong
الكلمات
التسجيلات
Part 1 M

Part 2 F

সবার জীবনে প্রেম আসে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

প্রেমের স্মৃতি যেন সুখের কাটা

যায়না খোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

প্রেম হলে বাড়ে আরোও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভীরে বাঁধে বাসা

প্রেম হলে বাড়ে আরোও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভীরে বাঁধে বাসা

প্রেমের ছবি যদি প্রাণে আঁকে

যায়না মোছা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

المزيد من Rizia Parveen

عرض الجميعlogo

قد يعجبك