huatong
huatong
avatar

Rim Jim Rim Jim Bristy

Robi Chowdhuryhuatong
꧁❥MD-SHAKIL❥🇧🇩❤️࿐RGThuatong
الكلمات
التسجيلات
রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

ঝিরিঝিরি ফাগুন হাওয়া বহে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

এই লগনে তুমি কোন খানে বল না

রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

MD= IDRISH RGT=F

সূর্য যদি আলো না দেয় কোন ক্ষতি নেই তাতে

এই মনটারে রাঙ্গিয়ে নিব

তোমার চোখের আলো তে

তুমারি ছিলাম তুমারি আছি

কেন বুঝনা ...

রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

তুমায় নিয়ে ভাবি যখন মনেরই গীতি কবিতায়

এক এক করে এই জীবনে সবই যেন মিলে যায়

তুমারি ছিলাম তোমারি আছি

কেন বুঝনা ...

রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

ঝিরিঝিরি ফাগুন হাওয়া বহে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

এই লগনে তুমি কোন খানে বল না

রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

ঝিরিঝিরি ফাগুন হাওয়া বহে রে

তোমার কথা শুধু মনে পড়ে রে

المزيد من Robi Chowdhury

عرض الجميعlogo

قد يعجبك