huatong
huatong
avatar

Swapan Parer Daak Shunechhi

Roma Mondalhuatong
aliceemilhuatong
الكلمات
التسجيلات
স্বপন-পারের ডাক শুনেছি

জেগে তাই তো ভাবি

কেউ কখনো খুঁজে কি পায়

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

জেগে তাই তো ভাবি

কেউ কখনো খুঁজে কি পায়

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

নয় তো সেথায় যাবার তরে

নয় কিছু তো পাবার তরে

নাই কিছু তার দাবি

নয় তো সেথায় যাবার তরে

নয় কিছু তো পাবার তরে

নাই কিছু তার দাবি

বিশ্ব হতে হারিয়ে গেছে

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

বিশ্ব হতে হারিয়ে গেছে

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

জেগে তাই তো ভাবি

কেউ কখনো খুঁজে কি পায়

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

চাওয়া-পাওয়ার বুকের ভিতর

না-পাওয়া ফুল ফোটে

দিশাহারা গন্ধে তারি

আকাশ ভরে ওঠে

চাওয়া-পাওয়ার বুকের ভিতর

না-পাওয়া ফুল ফোটে

দিশাহারা গন্ধে তারি

আকাশ ভরে ওঠে

খুঁজে যারে বেড়াই গানে

প্রাণের গভীর অতল-পানে

যে জন গেছে নাবি

খুঁজে যারে বেড়াই গানে

প্রাণের গভীর অতল-পানে

যে জন গেছে নাবি

সেই নিয়েছে চুরি করে

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

জেগে তাই তো ভাবি

কেউ কখনো খুঁজে কি পায়

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

জেগে তাই তো ভাবি

কেউ কখনো খুঁজে কি পায়

স্বপ্নলোকের চাবি

জেগে তাই তো ভাবি

স্বপন-পারের ডাক শুনেছি

المزيد من Roma Mondal

عرض الجميعlogo

قد يعجبك