logo

ogo sathi amar tumi/ওগো সাথী আমার তুমি কিছু বলনা

logo
avatar
Runa Laylalogo
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻logo
الغناء في التطبيق
الكلمات
ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

নিরবে শুধু শুধু চেয়ে থেকো না

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

কত আশা এই বুকেতে

বলো কেনো  তুমি বোঝনা

কেনো কাছে তুমি ডাকো না

বন্ধু তুমি আর মান করোনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

আখি ভরা রাঙা স্বপ্ন

এসো হাসি গানে দুজনে

ভরে রাখি এই জীবনে

এই স্মৃতি কখনো ভুলে যেও না

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

নিরবে শুধু শুধু চেয়ে থেকো না

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ogo sathi amar tumi/ওগো সাথী আমার তুমি কিছু বলনা لـ Runa Layla - الكلمات والمقاطع